ফয়ছল আলম সম্পাদিত `যুদ্ধদিনের আত্মস্মৃতি'' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০১, ২০২১
১০:৪০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০২, ২০২১
০৩:২১ পূর্বাহ্ন



ফয়ছল আলম সম্পাদিত `যুদ্ধদিনের আত্মস্মৃতি'' গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

সিলেটের যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক বীর প্রতীকের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি নিয়ে একটি গ্রন্থ বেরিয়েছে। যুদ্ধদিনের আত্মস্মৃতি নামের এ গ্রন্থটি’র প্রকাশনা অনুষ্ঠানে বক্তরা বলেছেন, এটি একটি অনন্য দলীল, ইতিহাসের অংশ। এভাবে মুক্তিযোদ্ধাদের স্মৃতি সংরক্ষণ করা গেলে জাতি ইতিহাস বিকৃতি থেকে রেহাই পাবে। আর ভবিষ্যত প্রজন্ম পাবে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস। যা পড়ে তরুণ প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। 

বৃহস্পতিবার রাতে সিলেটের একটি হোটেলের হল রুমে এ প্রকাশনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ। অনুষ্ঠানে আগত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন যুদ্ধদিনের আত্মস্মৃতি গ্রন্থের লেখক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালিক বীর প্রতীক। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট ইউনিট কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর সয়ফুল আমিন বাকের, পান্ডলিপি প্রকাশনের সত্তাধিকারী বায়েজীদ মাহমুদ ফয়সল। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থের উদ্যোক্তা ও সম্পাদনাকারী সাংবাদিক মো. ফয়ছল আলম। কোরআন থেকে তেলাওয়াত করেন দুলাল আহমদ। অনুষ্ঠান উপস্থাপনা করেন আবৃত্তিকার আবু জাফর মোহাম্মদ সালেহ। 

এএন/০৬