ছাতক থানায় মামুনুল হক সমর্থকদের হামলা, ভাংচুর

ছাতক প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২১
০১:৪১ পূর্বাহ্ন



ছাতক থানায় মামুনুল হক সমর্থকদের হামলা, ভাংচুর

নারায়ণগঞ্জের একটি রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হক আটকের ঘটনায় সুনামগঞ্জের ছাতক থানায় হামলা ও ভাংচুর চালিয়েছে তার সমর্থকরা।

গতকাল শনিবার রাত ৯টার দিকে এই ঘটনাটি ঘটে। এসময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হয়েছেন। পরে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে ছাতক পৌর শহরের বিশ্বজিৎ ঘোষের সুশিলা স্টোরসহ ৫-৬টি দোকান ভাংচুর করে। এতে পথচারীসহ আহত হয়েছেন অন্তত ২০জন। 

এর আগে এশার নামাজের পর পৌর শহরের বিভিন্ন পাড়া ও পার্শ্ববর্তী এলাকা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে ট্রাফিক পয়েন্টে মিলিত হয়। এসময় সরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয় মামুনুল হক সমর্থকরা। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিমউদ্দিন জানান, মিছিলকারীরা থানায় হামলা করেছে। এঘটনায় কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে ছাতক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এমএ/আরসি-১০