বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২১
১০:০৪ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২১
১০:৫৫ অপরাহ্ন



বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নানাবাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৪ এপ্রিল) বিকেলে উপজেলার সুনাতনপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার, পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের আউয়াল মিয়ার ছেলে সৈয়দ শাহীদ আহমেদ (২৫) একই ইউনিয়নের সুনাতনপুরে তার নানা আবদুল হাশিমের বাড়িতে বিদ্যুতের কাজ করছিলেন। হঠাৎ করে বিদ্যুৎপৃষ্ট হয়ে তিনি চিৎকার দিয়ে ওঠেন। এ সময় বাড়ির লোকজন উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শাহ আলম সিদ্দিকী বলেন, 'বিদ্যুৎস্পৃষ্ট হওয়া ওই যুবককে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।' 

জগন্নাথপুর উপজেলার আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন, 'বিদ্যুতের মূল লাইনে কোনো ত্রুটি ছিল না। ঘরের ভেতরে কোনো লাইনে ত্রুটি থাকায় ওই যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।'

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।'

 

এএ/আরআর-০৭