ছাতকে হেফাজতের হামলার ঘটনায় মামলা

ছাতক প্রতিনিধি


এপ্রিল ০৪, ২০২১
১০:২৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৪, ২০২১
১০:২৮ অপরাহ্ন



ছাতকে হেফাজতের হামলার ঘটনায় মামলা

হামলার ঘটনায় আটককৃতরা।

নারায়ণগঞ্জের রয়েল রিসোর্ট থেকে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটকের ঘটনার জেরে সুনামগঞ্জের ছাতক থানায় মামুনুল হকের অনুসারীদের হামলা ও ভাঙচুরের ঘটনায় ছাতক থানায় মামলা (নম্বর-০৫) দায়ের করা হয়েছে। 

রবিবার (৪ এপ্রিল) ছাতক থানার এসআই আনোয়ার মিয়া বাদী হয়ে ৯৪ জনের নাম উল্লেখ করে এ মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত আরও ৯০০ জনকে আসামি করা হয়েছে।

জানা গেছে, গতকাল শনিবার (৩ এপ্রিল) রাতে বিক্ষোভ মিছিল শেষে ছাতক থানায় হামলা চালায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকরা। হামলায় থানার সেবা চত্বরে ব্যাপক ভাঙচুর করা হয়। মিছিলকারীদের হামলায় ৪ জন পুলিশ সদস্য আহত হন। এ সময় হেফাজতে ইসলামের ৯ জনকে আটক করে পুলিশ।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীদের গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

 

এমএ/আরআর-০৮