তাহিরপুর প্রতিনিধি
এপ্রিল ০৫, ২০২১
০৯:৪৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৫, ২০২১
০৯:৪৯ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুরে আগুন লেগে তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (৪ এপ্রিল) দিবাগত গভীর রাতে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম সংলগ্ন তিনটি দোকানপাটে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় দশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে রাতেই পার্শ্ববর্তী বিশম্ভরপুর উপজেলা থেকে দমকল কর্মীরা এসে আগুন নেভায়। কিন্তু এর আগেই তিনটি দোকানের সব পুড়ে ছাই।
দোকান মালিক ও স্থানীয় সুত্রে জানা যায়, রবিবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। এ সময় অবশ্য দোকানে কোন লোকজন ছিলনা। তবে কি কারণে আগুণের সূত্রপাত হয় বিষয়টি কেউ জানাতে পারেননি।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, আগুনে পুড়ে তিনটি দোকানপাট কয়লা হয়ে গেছে। তবে কি কারণে আগুন লেগেছে বিষয়টি এখনো পরিষ্কার নয়।
বিএ-০৬