ধর্মপাশায় হাওরে বোরো ধান কাটার উদ্বোধন

ধর্মপাশা প্রতিনিধি


এপ্রিল ০৫, ২০২১
০৯:১৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২১
০৯:১৮ অপরাহ্ন



ধর্মপাশায় হাওরে বোরো ধান কাটার উদ্বোধন

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামের বাসিন্দা কৃষক দীন ইসলামের (৪৪) বোরো জমির ধান কেটে আনুষ্ঠানিকভাবে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ এপ্রিল) বেলা পৌনে ৩টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসানের নেতৃত্বে উপজেলার আতলা হাওরে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও শিক্ষকরা এই ধান কর্তন উৎসবে অংশ নেন।

পরে বোরো ধান কাটা উৎসব উপলক্ষে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌসুর রহমান প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সালমুন হাসান বিপ্লব, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তার কার্যালয়ের ভেটেরিনারি সার্জন আল মাহমুদ, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, উপজেলা প্রকৌশলী আরিফ উল্লাহ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেশ চন্দ্র দাস, মধ্যনগর বিপি হাইস্কুল অ্যান্ড কলেজের প্রভাষক নির্মল সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, সাখাওয়াত হোসেন সোহাগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক শাহ আবদুল বারেক ছোটন প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, এবার বোরো ধানের ফলন খুব ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি এপ্রিল মাসের মধ্যেই এ উপজেলায় আবাদকৃত বোরো জমির ধান কাটা শেষ করা সম্ভব হবে বলে আশা করছি।

ইউএনও মো. মুনতাসির হাসান বলেন, কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।

 

এসএ/আরআর-০৬