ছাতকে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের জরিমানা

ছাতক প্রতিনিধি


এপ্রিল ০৫, ২০২১
০৯:২৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৫, ২০২১
০৯:২৬ অপরাহ্ন



ছাতকে লকডাউন বাস্তবায়নে প্রশাসনের জরিমানা

করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সোমবার (৫ এপ্রিল) থেকে শুরু হয়েছে সারাদেশে ৭ দিনের লকডাউন। সুনামগঞ্জের ছাতকে লকডাউন কার্যকর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) তাপশ শীল সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। 

এ সময় ৪টি সিএনজিচালিত অটোরিকশাকে মোট ৮০০ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রহমান। 

অন্যদিকে মাস্ক না পড়ার কারণে দুইজন পথচারী এবং একটি ট্রাক ও একটি বাস থেকে মোট ১ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপশ শীল। 

ছাতক উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রহমান জানান, লকডাউন বাস্তবায়নে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। আগামীকাল মঙ্গলবার থেকে আরও কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করা হবে। প্রশাসনের পাশাপাশি বিশ্বের এই ক্রান্তিকালে সকলকে সচেতনতার মাধ্যমে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে হবে। তাহলেই এ পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব।

 

এমএ/আরআর-০৭