দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৬, ২০২১
০৭:১৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২১
০৭:১৬ অপরাহ্ন
ঘাতক নাইজুল হক
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় সৎ দুলা ভাইয়ের (বোন জামাই) ছুরিকাঘাতে সৎ শ্যালক রাসিক মিয়া (২৯) খুন হয়েছেন। এ ঘটনায় ঘাতক দুলাভাই নাইজুল হক, সৎবোন ও সৎ মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন।
তিনি জানান, ঘাতক নাইজুল হক ছাতক উপজেলার খারাই গ্রামের জমসিদ আলীর ছেলে এবং মৃত রাসিক মিয়া দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলার দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দামোধরতপী গ্রামের মৃত সফিক মিয়ার দ্বিতীয় স্ত্রী ও তৃতীয় স্ত্রীর সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ ভাটোয়ারা নিয়ে পূর্ব বিরোধ ছিল।
সোমবার (৫ এপ্রিল) বিকাল ৪ টায় দ্বিতীয় স্ত্রীর ছেলে রাসিক মিয়া ও তৃতীয় স্ত্রীর মেয়ে ছামিনা বেগমদের মধ্যে সম্পত্তির বিরোধ নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ছামিনা বেগমের স্বামী নাইজুল হক ধারালো চুরি দিয়ে তার শ্যালক রাসিক মিয়ার পেটে ছুরিকাঘাত করে এবং রাসিক মিয়া অজ্ঞান হয়ে মাটিতে পড়েন যান। তাৎক্ষণিক আশপাশের লোকজন তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯ টার দিকে রাসিক মিয়া মারা যান।
খবর পেয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের উপ পুলিশ পরিদর্শক দেবাশীষ দেব অভিযান চালিয়ে ঘাতক নাইজুল হকসহ তার শাশুড়ী নুরুল নেছা, স্ত্রী ছামিনা বেগম, শ্যালিকা রিনা বেগমদেরকে আটক করেন।
এঘটনায় রাসিক মিয়ার ছোট ভাই নাছির মিয়া বাদী হয়ে দক্ষিণ সুনামগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন বলেন, ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘাতকসহ ৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এসটি/বিএ-০২