সাচনা সার্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০১:০৫ পূর্বাহ্ন



সাচনা সার্বজনীন দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জের জামালগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১০ লাখ টাকা অনুদানে দুর্গা মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) সকালে সাচনা গ্রামে মিলন যুব সংঘ কর্তৃক পরিচালিত সাচনা সার্বজনীন দুর্গা মন্দির প্রাঙ্গণে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মন্দিরের উন্নয়ন কাজ শুরু করা হয়।

ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানের পূজার্চ্চনার পুরোহিত্য করেন দানবেন্দ্র চক্রবর্ত্তী। ভিত্তিপ্রস্তর পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাচনা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির উপদেষ্টা দ্বীজেন্দ্র লাল দাশ।

দুর্গা মন্দির উন্নয়ন কমিটি ও পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবীন্দ্র কুমার দাসের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম শামীম, জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আল আজাদ, সাচনা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির উপদেষ্টা অখিল চন্দ্র তালুকদার, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি পুর্ণেন্দু ঘোষ চৌধুরী, সাচনা বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল, সাচনা রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি কৃপেশ চন্দ্র বণিক, সাচনা নিগমানন্দ সারস্বত সংঘের সভাপতি সত্যেন্দ্র কুমার দাস, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জন পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য্য শম্ভু, ফেনারবাঁক ইউনিয়ন পরিষদের সচিব অজিত রায়, সাচনা লোকনাথ সেবাসংঘের সভাপতি সজীব বণিক, জামালগঞ্জ সদর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শৈলেন্দ্র দেবনাথসহ মন্দিরের ভক্ত ও সুধীজন।

পরে সভার সভাপতি মন্দির প্রতিষ্ঠায় অবদান রাখা ব্যক্তিবর্গকে স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মন্দির নির্মাণে উপস্থিত সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

 

বিআর/আরআর-০৯