জগন্নাথপুর প্রতিনিধি
এপ্রিল ০৭, ২০২১
০১:১২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০১:১৩ পূর্বাহ্ন
সরকারি নিদের্শনা অমান্য করে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে এক দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
গতকাল সোমবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে রাতে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান পৌরশহরের ইকড়ছই এলাকায় আনন্দ ফাস্টফুড নামের এক দোকানের সত্ত্বাধিকারীকে ১ হাজার টাকা জরিমানা করেন।
জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।
এএ/আরআর-১০