জগন্নাথপুরে দোকান খোলা রাখায় জরিমানা

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২১
০১:১২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
০১:১৩ পূর্বাহ্ন



জগন্নাথপুরে দোকান খোলা রাখায় জরিমানা

সরকারি নিদের্শনা অমান্য করে লকডাউনের মধ্যে দোকান খোলা রাখায় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে এক দোকানিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

গতকাল সোমবার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান এ অর্থদণ্ড প্রদান করেন।

জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে। লকডাউনের মধ্যে সরকারি নির্দেশনা অমান্য করে রাতে দোকান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান পৌরশহরের ইকড়ছই এলাকায় আনন্দ ফাস্টফুড নামের এক দোকানের সত্ত্বাধিকারীকে ১ হাজার টাকা জরিমানা করেন।

জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান।

 

এএ/আরআর-১০