রাত ১১টা থেকে বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৭, ২০২১
০৯:৫১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২১
১১:৪৪ অপরাহ্ন



রাত ১১টা থেকে বিঘ্নিত হতে পারে মোবাইল নেটওয়ার্ক

আজ বুধবার (৭ এপ্রিল) দিবাগত রাত ১১টা থেকে বিঘ্নিত হতে পারে দেশের মোবাইল নেটওয়ার্ক। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিটিআরসির (মিডিয়া উইং) উপ-পরিচালক জাকির হোসেন খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার দিবাগত রাত ১১টা থেকে বৃহস্পতিবার সকাল ৭টা পর্যন্ত টানা ৮ ঘণ্টা মোবাইল সেবা বিঘ্নিত হতে পারে।

এতে বলা হয়, মোবাইল অপারেটরগুলোর বরাদ্দ নেওয়া নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের জন্য মোবাইল সেবা ব্যাহত হতে পারে। এ জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিআরসি।

এ ছাড়া দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিটিআরসি।

বিএ-১৫