সেই আ.লীগ নেতা বহিষ্কার, নেওয়া হয়েছে থানায়

ধর্মপাশা প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০২:২৭ পূর্বাহ্ন



সেই আ.লীগ নেতা বহিষ্কার, নেওয়া হয়েছে থানায়

দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার দায়ে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমকে (৬৫) সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভায় সর্বসম্মতিক্রমে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোয়াজ্জেম হোসেন রতন ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস স্বাক্ষরিত এ সংক্রান্ত সভার সিদ্ধান্তের  চিঠি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে পাঠানো হলে তাৎক্ষণিকভাবে তা অনুমোদন দেওয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফজাল খানকে গতকাল মঙ্গলবার (৬ এপ্রিল) বিকেলে উপজেলার জয়শ্রী বাজারে লাঞ্ছিত করার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য উপজেলার জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমকে হরিপুর গ্রামের নিজ বাড়ি থেকে আজ বুধবার বিকেল ৪টার দিকে আটক করেছে ধর্মপাশা থানার পুলিশ।

ধর্মপাশা থানার ওসি (তদন্ত) মো. আতিকুর রহমান বুধবার রাত ৮টার দিকে বলেন, 'ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আফজাল খানের সঙ্গে যে অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য জয়শ্রী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাশেম আলমকে থানায় নিয়ে আসা হয়েছে। এখনও জিজ্ঞাসাবাদ চলছে।'

 

এসএ/আরআর-০৯