ধর্মপাশার মধ্যনগরে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এসিল্যান্ড

ধর্মপাশা প্রতিনিধি


এপ্রিল ০৮, ২০২১
০৮:২১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০৮:৩৮ অপরাহ্ন



ধর্মপাশার মধ্যনগরে ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করলেন এসিল্যান্ড

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজার লাগোয়া সরকারি শতবর্ষী পুকুরটির দখল করে থাকা স্থান থেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০টি ও  মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকা থেকে তিনটি অবৈধ  স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।  

বুধবার (৭এপ্রিল) বেলা সোয়া একটা থেকে বেলা তিনটা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার ( ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আবু তালেব এই আদালত পরিচালনা করেন। 

এ সময় সেখানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মধ্যনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, মধ্যনগর থানার এসআই আবদুল মালেক, মধ্যনগর বাজার বণিক সমিতির সভাপতি অমরেশ রায় চৌধুরী, মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ,সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার,ধর্মপাশা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্ততি কমিটির আহ্বায়ক শাহ আবদুল বারেক, উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার আবদুল মোনায়েম খান প্রমুখ।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া এই শতবর্ষী পুকুরটির অবস্থান। 

এটির আয়তন এক একর ৯৬শতক। মধ্যনগর এলাকাটি তৎকালীন গৌরীপুরের জমিদার বীরেন্দ্র কিশোর রায় চৌধুরীর অধীনে ছিল। 

১৯১৫ সালে ওই পুকুরটি খনন করা হয়। দীর্ঘদিন ধরে পুকুরটি সংস্কার না করায় পুকুরটির বেশির ভাগ অংশ ভরাট হয়ে যায়।স্থানীয় বেশ কিছু লোকজন পুকুরের জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করে সেখানে বসবাস শুরু করেন। 

তাঁরা শতবর্ষী এই পুকুরটিকে ময়লা আবর্জনার ভাগাড় হিসেবে ব্যবহার করে আসছিলেন। 

এ ছাড়া মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় প্রায় ১৫শতক জায়গা দখল করে সেখানে তিনটি অবৈধ স্থাপনা নির্মাণ করে বসবাস করে আসছিলেন স্থানীয় লোকজন। 

বুধবার বেলা একটার দিকে বেলা তিনটা পর্যন্ত  অ্যাক্সকেভেটর ও শ্রমিক নিয়োজিত করে এই ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

মধ্যনগর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মধ্যনগর বাজার এলাকার বাসিন্দা আলা উদ্দিন বলেন, ‘উপজেলা প্রশাসনের এই উদ্যোগটি অত্যন্ত প্রশংসনীয়। মধ্যনগরের ইতিহাস ও ঐতিহ্যের অংশ হচ্ছে শতবর্ষী এই পুকুরটি। মধ্যনগর বাজারটির ঘনবসতিপূর্ণ।

অগ্নিকাণ্ডের মতো ঘটনা থেকে রক্ষা পেতে পানীয় জলের চাহিদা মেটাতে জনস্বার্থে পুকুরটিকে পুনঃখনন করে পুর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।’

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো.আবু তালেব বলেন, ‘অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য দুই সপ্তাহ আগে দুবার  উচ্ছেদ এলাকায় মাইকিং ও মৌখিকভাবে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হলেও অনেকেই তা মানেননি। এ অবস্থায় সরকারি শতবর্ষী পুকুরটি দখলে থাকা ও মধ্যনগর ইউনিয়ন ভূমি কার্যালয় এলাকায় স্থাপনা নির্মাণ করে দখলে থাকা ৩৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত রাখা হবে।’

এস এ/বি এন-০১