দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৮, ২০২১
০৮:৩৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৮, ২০২১
০৮:৪০ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে একই পরিবারের লোকজনদের সংঘর্ষে চাচা ভাতিজা খুন হয়েছেন।
নিহত চাচা আব্দুল তাহিদ (৬০) ডুংরিয়া গ্রামের মৃত উসমান উল্লাহের পুত্র ও ভাতিজা রিপন মিয়া মৃত রাফিক মিয়ার পুত্র।
নিহত দু’জন সম্পর্কে আপন চাচা-ভাতিজা।
এ ঘটনায় তাৎক্ষণিক থানা পুলিশ অভিযান চালিয়ে নিহত তাহিদ মিয়ার ছেলে জাকির মিয়া(৩০) ও নিহত রিপন মিয়ার ছোট ভাই লিকসন মিয়ার স্ত্রী হালিমা বেগম (৩০) মেয়ে নিলুফা আক্তার (২০) কে থানা পুলিশ আটক করেছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৭ এপ্রিল) বিকালে নিহত আব্দুল তাহিদের ছেলে জাকির মিয়া ও নিহত রিপন মিয়া ও তার ভাই জমির মিয়ার মধ্যে শান্তিগঞ্জ বাজারে সরকারি সড়ক ও জনপথের জায়গায় দোকান ঘর নির্মাণের জন্য মাটি ভরাট করা নিয়ে তাদের মধ্যে তর্ক বির্তক ও ঝগড়া হয়।
তাৎক্ষণিক বাজারে থাকা স্থানীয় লোকজন বিষয়টি আপোষে নিষ্পত্তি করে দেবেন বলে বারণ করেন।
এই ঘটনার জেরে বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৭ টায় নিহত আব্দুল তাহিদ মিয়া ও তার ছেলে জাকির মিয়া দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাশ্ববর্ত ী ভাতিজা রিপন মিয়ার বাড়িতে হামলা করতে যায়।
তখন রিপন মিয়া স্থানীয় ডুংরিয়া গ্রামের আগার পয়েন্টে থাকায় তার স্ত্রী কলছুমা বেগম (৩০) বাধা দেন।
পরে খবর পেয়ে রিপন মিয়া তার বসত বাড়ীর পিছনে আসলে নিহত আব্দুল তাহিদ ও তার ছেলে জাকির মিয়া আক্রমন করে।
এসময় আব্দুল তাহিদ মিয়া, জাকির মিয়া ও রিপন মিয়াদের মধ্যে এলোপাতাড়ি লোহার শাবলের আঘাতে রিপন মিয়ার বুকে ও আব্দুল তাহিদ মিয়ার বুকে জখম হয়।
তাৎক্ষণিক আশপাশের লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার আব্দুল তাহিদ মিয়া ও রিপন মিয়াকে মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় আব্দুল তাহিদ মিয়ার ভাই মৃত ওসমান গণির ছেলে এমদাদ মিয়া (৫০) ও নিহত রিপন মিয়ার স্ত্রী কলছুমা বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন।
তাদেরকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুন নবী ঘটনাস্থল পরিদর্শন করেন।
দক্ষিণ সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কাজী মুক্তাদির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উভয়পক্ষই সম্পর্কে আত্মীয় স্বজন এবং পরস্পর চাচা-ভাতিজা ও চাচাতো ভাই। ঘটনার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এস টি/বি এন-০২