বিধিনিষেধ উপেক্ষা করে জাদুকাটায় গঙ্গাস্নান

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ০৯, ২০২১
০২:১৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২১
০২:২২ অপরাহ্ন



বিধিনিষেধ উপেক্ষা করে জাদুকাটায় গঙ্গাস্নান

করোনা কালীন বিধিনিষেধ অমান্য করে সুনামগঞ্জের সীমান্তবর্তী নদী জাদুকাটায় গঙ্গাস্নান করেছেন হাজার হাজার সনাতন ধর্মাবলম্বী।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) দিবাগত রাত থেকেই শ্রী অদ্বৈত আচার্যের জন্মধাম জাদুকাটা নদীতীরের নবগ্রামে গিয়ে অবস্থান করেন সনাতন ধর্মাবলম্বীরা। পরে শুক্রবার (৯ এপ্রিল) ভোরে বিধিনিষেধ উপেক্ষা করেই হাজারো পূণ্যার্থী রীতি অনুযায়ী স্নান সম্পন্ন করেন।

অপরদিকে শাহ আরেফিন (রহ.) ওরস উপলক্ষে একই ভাবে ভক্তদের ছুটে আসার খবর পাওয়া গেছে। 

তাহিরপুর থানার ওসি আব্দুল লতিফ তরফদার জানান, হয়তো ভোরে কিছু পুণ্যার্থী স্নান সম্পন্ন করে যার যার মতো করে চলে গেছেন। প্রশাসনের পক্ষ থেকে কঠোর অবস্থান নেওয়ায় জাদুকাটা নদী তীরে এখন আর কেউ নেই।

উল্লেখ্য, দেশে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সুনামগঞ্জের তাহিরপুরে হিন্দু ধর্মাবলম্বীদের ৭০০ বছরের ঐতিহ্যবাহী গঙ্গাস্নানোৎসব ও পণাতীর্থ মেলা এবং এ তারিখের সঙ্গে মিল রেখে শাহ আরেফিন (রহ.) এর ওরস উদযাপনে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

এএইচ/বিএ-০৩