হাসান শাহরিয়ারকে হারিয়ে শোকার্ত হাওরবাসী

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২১
০৮:৫০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২১
০৮:৫০ অপরাহ্ন



হাসান শাহরিয়ারকে হারিয়ে শোকার্ত হাওরবাসী

সুনামগঞ্জের হাওরাঞ্চল খ্যাত তাহিরপুর উপজেলার কৃতী মুখ জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক ইত্তেফাকের সাবেক নির্বাহী সম্পাদক বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ার (৭৬) আর নেই। শনিবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন।

বিশিষ্ট এই সাংবাদিকের মৃত্যুতে তাঁর নিজ জন্মস্থান তাহিরপুরে নেমে এসেছে শোকের ছায়া। তাহিরপুর উপজেলা প্রেসক্লাব, উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও বিশিষ্টজনেরা এ মৃত্যুতে শোক জানিয়েছেন।

শিক্ষক লুৎফুল করীম বলেন, ‘সম্পর্কে তিনি আমার ভাই হন। গ্রামের সবাই তাঁকে একজন সদালাপী, বিনয়ী হিসেবেই জানতেন। তাঁর মৃত্যুতে নিজ গ্রাম বিন্নাকুলীতে শোকের ছায়া নেমে এসেছে।’

বাদাঘাট কালচারাল সোসাইটির সভাপতি সাজ্জাদ হোসেন শাহ্ বলেন, ‘ভাটির জনপদ তাহিরপুরের কৃতী সন্তান বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে জাতি হারাল একজন আন্তর্জাতিকমানের সাংবাদিক, তাহিরপুরবাসী হারাল একজন অভিভাবক।’

তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বলেন, ‘তাহিরপুরের কৃতী মুখ প্রবীণ সাংবাদিক হাসান শাহরিয়ার না ফেরার দেশে চলে যাওয়ায় যে শূন্যস্থান তৈরি হয়েছে, তা সত্যি অপূরণীয়।’

পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’র সভাপতি কাসমির রেজা বলেন, ‘তাহিরপুরের কৃতী সন্তান, হাওরবাসীর গর্ব বিশিষ্ট সাংবাদিক হাসান শাহরিয়ারের মৃত্যুতে আমরা একজন সত্যিকারের অভিভাবক হারালাম। জীবদ্দশায় তাহিরপুরের উন্নয়নে তিনি বেশকিছু পদক্ষেপ নিয়েছিলেন, কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতায় তা আর আলোর মুখ দেখেনি।’

জানা গেছে, হাসান শাহরিয়ার ১৯৪৪ সালের ২৫ এপ্রিল সুনামগঞ্জের তাহিরপুরের বিন্নাকুলী গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ৬০ এর দশকে দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা শুরু করেন। এরপর পাকিস্তানের করাচিতে পড়াশোনা করেন ও সেখানে দৈনিক ডন পত্রিকায় কাজ করেন। এছাড়া পাকিস্তানে ইত্তেফাকের প্রতিনিধি ছিলেনতিনি। সত্তরের দশকের শুরুতে ঢাকায় এসে দৈনিক ইত্তেফাকে কাজ শুরু করেন। ২০০৮ সালে পত্রিকাটির নির্বাহী সম্পাদক হিসেবে অবসর নেন।

ইত্তেফাকের পাশাপাশি আন্তর্জাতিক সাময়িকী নিউজ উইক, আরব নিউজ, ডেকান হ্যারাল্ডসহ বিভিন্ন পত্রিকায় বাংলাদেশের প্রতিনিধি ছিলেন হাসান শাহরিয়ার। কমনওয়েলথ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (সিজেএ) আন্তর্জাতিক সভাপতির দায়িত্বপালন করেছেন তিনি। ১৯৯৩-৯৪ সালে তিনি জাতীয় প্রেসক্লাবের সভাপতি ছিলেন।

 

এএইচ/আরআর-০৩