সুনামগঞ্জে খাদ্য সহায়তা পেল ৮৫টি পরিবার

সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১০, ২০২১
০৯:১৩ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২১
০৯:১৩ অপরাহ্ন



সুনামগঞ্জে খাদ্য সহায়তা পেল ৮৫টি পরিবার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে আসন্ন রমজান মাস উপলক্ষে ৮৫টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। ইস্টহ্যান্ড নামক একটি সংস্থা উপজেলার সলুকাবাদ ইউনিয়নের কাপনা গ্রামের হতদরিদ্রদের এই সহায়তা দেয়।

শনিবার (১০ এপ্রিল) বিকেলে গ্রামের জামে মসজিদ প্রাঙ্গণে সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্যসামগ্রী সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হয়।

খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি আটা, ২০ কেজি চাল, ৩ লিটার তেল, ডাল, পেঁয়াজ, রসুনসহ বিভিন্ন সামগ্রী। 

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আক্তার হোসেন, আওয়ামী লীগ নেতা ফুল মিয়া, বায়েজিদ হোসেন প্রমুখ। যুক্তরাজ্য ভিত্তিক এই সংস্থাটি সুনামগঞ্জের বিভিন্ন স্থানে হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্য সহায়তা, নিরাপদ পানি ও আবাসন ব্যবস্থায় সহায়তা দিয়ে আসছে।

 

এসএস/আরআর-০৬