দোয়ারাবাজার প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
কালা মিয়া
সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কালা মিয়া (৬৫) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। রবিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুহনী গ্রামে এ ঘটনা ঘটেছে। আটক কালা মিয়া একই ইউনিয়নের পানাইল পুরানপড়া গ্রামের মৃত হারিছ উল্লাহ'র পুত্র।
এলাকাবাসী সূত্রে জানা যায়, কালা মিয়া চৌমুহনী পয়েন্টে পান-সুপারির ব্যবসা করেন। অভিযোগ উঠেছে, গত কয়েকদিন ধরে ওই শিশুদের টাকার প্রলোভন দেখিয়ে তিনি তাদের শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেন এবং ধর্ষণের চেষ্টা করেন। রবিবার দুপুরে ওই শিশুদের বাড়িতে পান বিক্রি করার অজুহাতে তাদেরকে তার দোকানে যাওয়ার কথা বললে শিশুরা বিষয়টি তাদের মায়ের কাছে জানায়। এরপরই ঘটনা জানাজানি হয়। পরে ওই বৃদ্ধকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, 'শিশুদের জবানবন্দি নিয়ে বৃদ্ধের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে মামলা আমলে নেওয়া হয়েছে। আটক বৃদ্ধ পুলিশ হেফাজতে রয়েছেন।'
এইচএইচ/আরআর-০৯