জগন্নাথপুর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২১
১২:৪৩ পূর্বাহ্ন
করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদের রাধারমণ মিলনায়তনে সংক্ষিপ্ত পরিসরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, পৌর মেয়র আক্তার হোসেন, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধুসূদন ধর, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরীন, প্রেসক্লাবের সভাপতি শংকর রায়, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসার উদ্দিন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সেক্রেটারি জাহির উদ্দিন প্রমুখ।
সভায় ইউএনও জানান, করোনার সংক্রমণ রোধে আগামীকাল বুধবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে সরকারি নির্দেশনা মেনে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করতে হবে।
এএ/আরআর-০২