জগন্নাথপুর প্রতিনিধি
এপ্রিল ১৪, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২১
১২:৫০ পূর্বাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর থানার পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে চার জুয়াড়িকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) তাদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- বিশ্বনাথের চানভরাং গ্রামের সিদ্দিক আলী (২৮), জগন্নাথপুরের শ্রীরামসী গ্রামের আবদুল মুহিত (৫৫), বাইশঘর গ্রামের চুনু মিয়া (৩৮) ও আধুয়া গ্রামের শফিক মিয়া (৩৭)।
পুলিশ জানায়, গতকাল সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার একদল পুলিশ উপজেলার মিরপুর ইউনিয়নের লামা লহরী গ্রামে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় চারজনকে আটক করে। এ সময় জুয়ার আসর থেকে নগদ ১০ হাজার ৭৩০ টাকাসহ তাস জব্দ করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপ-পরির্দশক (এসআই) অনিক দেব বলেন, গ্রেপ্তারকৃত চার জুয়াড়িকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এএ/আরআর-০৩