ধর্মপাশায় দুই কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেপ্তার

ধর্মপাশা প্রতিনিধি


এপ্রিল ১৪, ২০২১
১০:২৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
১০:২৫ অপরাহ্ন



ধর্মপাশায় দুই কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ী গ্রেপ্তার

 

ধর্মপাশা প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজার সংলগ্ন খেয়াঘাট এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। মঙ্গলবার (১৩এপ্রিল) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মল দেব বলেন,পাশের তাহিরপুর উপজেলার ভাটি তাহিরপুর গ্রামের শামরান মিয়া (১৯), দোহা মিয়া (১৯) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার মো.জাহিদুল ইসলাম (২২) ওই তিনজনই মাদকব্যবসায়ী। দীর্ঘদীন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে তাঁরা মাদকব্যবসা চালিয়ে আসছিল। মঙ্গলবার রাতে তাহিরপুর উপজেলা থেকে ওই তিন মাদকব্যবসায়ী প্লাস্টিকের বস্তার মধ্যে ডগাসহ লাউপাতা দিয়ে ঢেকে পলিথিনে করে দুই কেজি গাঁজা নিয়ে রওয়ানা হয়। রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মধ্যনগর বাজার খেয়াঘাট এলাকায় এসে ওই তিনজন পৌঁছলে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেখানে  টহলরত মধ্যনগর থানা পুলিশ ওই প্লাস্টিকের ব্যাগের ভেতরে তল্লাসি করে ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ওই দুই কেজি গাঁজা উদ্ধার করে এবং ওই তিনজন মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করে। ওই রাতেই থানার এসআই মাসুদ মিয়া বাদী হয়ে ওই তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা করেন। বুধবার সকালে ওই তিন মাদকব্যবসায়ীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এসএ/বিএ-০৮