কোহলিকে সরিয়ে ওয়ানডে ব়্যাংকিংয়ের শীর্ষে বাবর আজম

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৫, ২০২১
০১:৩১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২১
০১:৩১ অপরাহ্ন



কোহলিকে সরিয়ে ওয়ানডে ব়্যাংকিংয়ের শীর্ষে বাবর আজম

 

বিরাট কোহলিকে সরিয়ে রেকর্ডবুকে নাম তুললেন বাবর আজম। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে গতকাল বুধবার (১৪ এপ্রিল) দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ঝেড়ো সেঞ্চুরি করে দলকে জেতালেন পাকিস্তানি অধিনায়ক। প্রোটিয়াদের বিরুদ্ধে চার ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে গেল পাকিস্তান।

দীর্ঘদিন শীর্ষস্থানে থাকা ভারত অধিনায়ককে পিছনে ফেলে বুধবার আইসিসি ওয়ানডে ব়্যাংকিংয়ে এক নম্বরে উঠে আসন বাবর। ২৬ বছর বয়সী । এর কয়েক ঘণ্টার মধ্যেই ফের রেকর্ড গড়লেন বাবর।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৪৯ বলে সেঞ্চুরি করেন পাক অধিনায়ক। পাকিস্তানিদের মধ্যেই টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই দ্রুততম সেঞ্চুরি। এর আগে পাকিস্তানি ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি ছিল আহমেদ শেহজাদের। ৫৮ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

দ্রুততম সেঞ্চুরিই নয়, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডও ভাঙেন বাবর। এদিন, ৫৯ বলে ১২২ রানে অপরাজিত থেকে দলকে জেতানোর পাশাপাশি শেহজাদের ব্যক্তিগত সর্বোচ্চ ১১১ রানের রেকর্ড ভাঙেন বাবর। 

বাবরের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে দারুণ খেলছে পাকিস্তান। প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ জেতার পর টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল পাকিস্তান। আগামী শুক্রবার শেষ ম্যাচ হারলেও সিরিজ খোয়াবে না পাকিস্তান।

আইপিএলের জন্য কাগিসো রাবাদা ও আনরিখ নর্টজে ছাড়া প্রোটিয়া বোলিং আক্রমণকে নাস্তানাবুদ করে বাবরের মাস্টারক্লাস ব্যাটিং। 

এএন/০৪