বাজারে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ

ধর্মপাশা প্রতিনিধি


এপ্রিল ১৬, ২০২১
১০:৪১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৬, ২০২১
১০:৪১ অপরাহ্ন



বাজারে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বাজারের ইজারাদার ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপনের বিরুদ্ধে ওই বাজারের ইজারামূল্যসহ অন্যান্য পাওনাদি পরিশোধ না করে গত তিনদিন ধরে নিজের লোকজন নিয়োজিত করে সেখান থেকে অবৈধভাবে টোল আদায় করার অভিযোগ উঠেছে। এতে করে রাজস্ব আদায় মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। আর ইজারামূল্য পরিশোধ না করে টোল আদায় করায় ওই বাজারের ব্যবসায়ী ও বাজার ইজারার ডাকে অংশ নেওয়া মানুষজনের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।   

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ১৪২৮ বঙ্গাব্দের পহেলা বৈশাখ থেকে ওই বঙ্গাব্দের ৩০ চৈত্র পর্যন্ত ১ বছর মেয়াদে উপজেলার মধ্যনগর বাজারটি ৭১ লাখ টাকায় ইজারা পান উপজেলার সেলবরষ ইউনিয়নের বীর দক্ষিণ পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক ইসতিয়াক হোসেন চৌধুরী। বাজারটির ইজারামূল্য, ভ্যাট ও আয়করসহ যাবতীয় পাওনা পরিশোধের জন্য ইউএনও মো. মুনতাসির হাসান গত ১০ মার্চ ইজারাদারকে চিঠি দেন। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে ইজারাদার ইজারামূল্যসহ অন্যান্য পাওনাদি পরিশোধ করেননি।

এ অবস্থায় গত  ২১ মার্চ ইজারাদারকে তিনদিনের মধ্যে ইজারামূল্যসহ যাবতীয় পাওনাদি পরিশোধের জন্য চূড়ান্ত নোটিশ দেন ইউএনও। চূড়ান্ত নোটিশ পেয়েও ইজারাদার ইজারামূল্যসহ যাবতীয় পাওনাদি পরিশোধ করেননি। এ অবস্থায় গত ১৩ এপ্রিল ওই বাজারটির খাস কালেকশন করার জন্য মধ্যনগর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মর্কতাকে (তহশিলদার) চিঠি দেন ইউএনও। 

এ ব্যাপারে মধ্যনগর বাজারের ইজারাদার ইসতিয়াক হোসেন চৌধুরী স্বপন বলেন, 'করোনার সময়ের কথা বিবেচনা করে আমরা একজন অ্যাডভোকেটের  মাধ্যমে জেলা প্রশাসক মহোদয়ের কাছে ইজারামূল্যসহ যাবতীয় পাওনাদি পরিশোধের সময় (১ বৈশাখ থেকে শুরু হয়ে দুই সপ্তাহ) দেওয়ার জন্য সম্ভবত ১২ এপ্রিল লিখিতভাবে আবেদন করেছি। ইউএনও স্যার আমাকে দুই সপ্তাহের মধ্যে যাবতীয় পাওনা পরিশোধ করার জন্য মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত করেছেন। আমরা অবৈধভাবে টোল আদায় করিনি।'

মধ্যনগর বাজারের ইজারার ডাকে অংশ নেওয়া সাখাওয়াত হোসেন বলেন, 'নিয়ম অনুযায়ী অনেক আগেই এই বাজারটির ইজারা বাতিল ও ইজারাদারের জামানত বাজেয়াপ্ত হওয়ার কথা ছিল। ইজারামূল্যসহ যাবতীয় পাওনাদি পরিশোধ না করেও ইজারাদার তার লোকজন নিয়োজিত করে অবৈধভাবে টোল আদায় করে এলেও প্রশাসন এ ব্যাপারে কোনো ব্যবস্থা নিচ্ছে না। দ্রুত বাজারটির ইজারা বাতিল করার দাবি জানাচ্ছি।'

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, 'মধ্যনগর বাজারের ইজারাদারকে দুই সপ্তাহের সময় দেওয়া হয়নি। মধ্যনগর  বাজারের ইজারাদার ইজারামূল্যসহ যাবতীয় পাওনাদি এখনও পরিশোধ করেননি। তাই এই বাজারটি থেকে খাস আদায়ের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের তহশিলদারকে গত ১৩ এপ্রিল চিঠি দিয়েছি।'

সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন শুক্রবার (১৬ এপ্রিল) বিকেলে বলেন, 'মধ্যনগর বাজারটির ইজারামূল্যসহ যাবতীয় পাওনাদি পরিশোধে দুই সপ্তাহ মেয়াদ বাড়ানোর জন্য একটি আবেদন পেয়েছি। এ নিয়ে আমি কোনো সিদ্ধান্ত দিইনি। বিধি অনুযায়ী এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইউএনওকে নির্দেশ দিয়েছি। সময় বাড়ানোর বিষয়টি আমার নয়। এ বিষয়ে উপজেলা পরিষদ সিদ্ধান্ত নেবে।'

 

এসএ/আরআর-০২