ধর্মপাশায় দু'টি ড্রেজার মেশিন ধ্বংস

ধর্মপাশা প্রতিনিধি


এপ্রিল ২২, ২০২১
০২:৪২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২১
০২:৪২ পূর্বাহ্ন



ধর্মপাশায় দু'টি ড্রেজার মেশিন ধ্বংস

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের আমানীপুর গ্রামের সামনে থাকা সরকারি খাস জায়গা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি উত্তোলন করে অন্যত্র বিক্রি করার অভিযোগে পাইপসহ দু'টি ড্রেজার মেশিন ধ্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২১ এপ্রিল) বেলা ২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান এ আদালত পরিচালনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনতাসির হাসান বলেন, সরকারি খাস জায়গা থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় পাইপসহ ওই দু'টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। অভিযানকালে ড্রেজারের মালিকদেরকে পাওয়া যায়নি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এসএ/আরআর-০২