ধর্মপাশা প্রতিনিধি
এপ্রিল ২২, ২০২১
০২:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২২, ২০২১
০২:৫৯ পূর্বাহ্ন
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর মধ্যবাজার এলাকা থেকে মঙ্গলবার (২০ এপ্রিল) রাতে বিভিন্ন মডেলের ৪০টি মোবাইল সেটসহ আয়নাল হক (২৪) নামের এক মোবাইল চোরকে গ্রেপ্তার করেছে ধর্মপাশা থানার পুলিশ। তার বাড়ি উপজেলার মধ্যনগর ইউনিয়নের মধ্যনগর বড় শেখপাড়া গ্রামে।
ধর্মপাশা থানার এসআই তপন কান্তি দাশ জানান, উপজেলার পাইকুরাটি ইউনিয়নের গাছতলা বাজারের আবু হোরায়রা টেলিকম থেকে গত ১৭ এপ্রিল ৫২টি মোবাইল সেট চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় দোকানের মালিক সাদেকুর রহমান বাদী হয়ে মঙ্গলবার বিকেলে থানায় একটি মামলা করেন। মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে মধ্যনগর মধ্যবাজারে অভিযান চালিয়ে ৪০টি চোরাই মোবাইল সেটসহ আয়নালকে গ্রেপ্তার করা হয়। বুধবার (২১ এপ্রিল) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/আরআর-০৪