আইপিএলে চতুর্থ ম্যাচে প্রথম জয় পেল হায়দরাবাদ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২২, ২০২১
০৪:৪৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২২, ২০২১
০৪:৪৫ পূর্বাহ্ন



আইপিএলে চতুর্থ ম্যাচে প্রথম জয় পেল হায়দরাবাদ

 

পাঞ্জাব কিংসকে উড়িয়ে চলমান আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে প্রথম জয় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। এদিন ৯ উইকেটের বড় ব্যবধানে জয় পায় ডেভিড ওয়ার্নাররা।

বুধবার (২১ এপ্রিল) চেন্নাইর চিপোকে এম চিদাম্বরাম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা পাঞ্জাব মাত্র ১২০ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে এক উইকেট হারিয়ে ও ৮ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় হায়দরাবাদ।

১২১ রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা করে হায়দরাবাদ। দুই ওপেনার ওয়ার্নার ও জনি বেয়ারস্টো ১০.১ ওভারে উদ্বোধনী জুটিতে ৭৩ রান তোলেন। অধিনায়ক ওয়ার্নার ৩৭ বলে সমান রান করে ফ্যাবিয়ান অ্যালেনের শিকার হন। তবে ইনিংসের বাকিটা সময় বেয়ারস্টো ও কেন উইলিয়ামসন দেখেশুনে খেলে পার করে দেন। বেয়ারস্টো ৫৬ বলে ৩টি চার ও সমান ছক্কায় ৬৩ করে অপরাজিত থাকেন। উইলিয়ামসন ১৬ রান করেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে হায়দরাবাদ বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারায় পাঞ্জাব। দলের সর্বোচ্চ ২২ রান করেন আসে ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও শাহরুখ খানের ব্যাট থেকে।

হায়দরাবাদ বোলারদের মধ্যে খলিল আহমেদ ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। অভিষেক শর্মা পান ২টি উইকেট।

এএন/০৩