করোনায় আক্রান্ত দম্পতি হোম আইসোলেশনে

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ২৩, ২০২১
১২:১২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২১
১২:১২ পূর্বাহ্ন



করোনায় আক্রান্ত দম্পতি হোম আইসোলেশনে

সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনাভাইরাসে আক্রান্ত স্বামী-স্ত্রীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। আক্রান্ত দম্পতি জগন্নাথপুর পৌরসভার আশিঘর এলাকার বাসিন্দা।

গত বুধবার (২১ এপ্রিল) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে নমুনা পরীক্ষার পর আক্রান্ত ওই দুই ব্যক্তির করোনা রিপোর্ট পজেটিভ আসে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সূদন ধর জানান, নতুন আক্রান্তদের হোম আইসোলেশনে রাখা হয়েছে। 

তিনি জানান, জগন্নাথপুরে এ পর্যন্ত ২০৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ আছেন ১৯৪ জন, মৃত্যুবরণ করেছেন ১ জন। ৯ জন হোম আইসোলেশনে আছেন এবং ১ জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

এএ/আরআর-০৮