করোনায় আক্রান্ত আতাহার আলী হোম আইসোলেশনে

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ২৩, ২০২১
০৫:০০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৫:০০ পূর্বাহ্ন



করোনায় আক্রান্ত আতাহার আলী হোম আইসোলেশনে

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ধারাভাষ্যকার আতাহার আলী হোম আইসোলেশনে আছেন। ফলে শ্রীলঙ্কায় দুই টেস্ট সিরিজের ৫ সদস্যের ধারাভাষ্য প্যানেলে থাকলেও তিনি যেতে পারেননি। শ্রীলঙ্কার রাসেল আরনোল্ড, রোহান আবেসিংহে ও ফারভেজ মাহারুফের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কেবল শামীম আশরাফ চৌধুরী। 

আতাহার আলী জানান, ছোট ছেলের জ্বর এলে তার নমুনা পরীক্ষা করাই। পজিটিভ রিপোর্ট আসে। এরপর গত ৯ এপ্রিল গোটা পরিবারের সব সদস্যের করোনা পরীক্ষা করাই।  তাতে আমিসহ পরিবারের ৫ সদস্যের মধ্যে ৩ জনের পজিটিভ ফল আসে। নেগেটিভ ২ জনকে আলাদা জায়গায় পাঠানো হয়েছে। আমরা যারা পজিটিভ তারা আলাদা আছি। দ্রুত সুস্থতার জন্য তিনি দোয়া চেয়েছেন।   

এএন/০৪