তাহিরপুরে আজমিনা হত্যাকাণ্ডে আটক ৩

তাহিরপুর প্রতিনিধি


এপ্রিল ২৩, ২০২১
০৬:২৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২১
০৬:২৬ অপরাহ্ন



তাহিরপুরে আজমিনা হত্যাকাণ্ডে আটক ৩

সুনামগঞ্জের তাহিরপুরে আজমিনা বেগম(২৪) নামে এক গৃহবধূ হত্যাকাণ্ডে নারীসহ তিনজনকে আটক করেছে র্যাব সদস্যরা। 

শুক্রবার (২৩ এপ্রিল) ভোরে র্যাব-৯ সিপিসি-৩ সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বাদাঘাট উত্তর ইউনিয়নের জৈতাপুর গ্রাম থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলেন, জৈতাপুর গ্রামের মৃত নাজির হোসেনের ছেলে মো. গোলাপ মিয়া(৩৬) ও তার সহযোগী আকরম আলীর ছেলে মো. সোহাগ(২২) এবং একই গ্রামের আমির হোসেনের স্ত্রী হেলেনা বেগম (৪৫)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানান, গত বুধবার  আজমিনা বেগম নামে এক গৃহবধূর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। এই হত্যাকান্ডের রহস্য উৎঘাটনে পুলিশের পাশাপাশি র‌্যাবের একটি আভিযানিক ও গোয়েন্দা দল কার্যক্রম শুরু করে।

পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে অভিযান চালিয়ে জৈতাপুর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।জিজ্ঞাসাবাদে আটককৃতরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

র্যাব-৯ এর উপ-পরিচালক লে. কমান্ডার সিঞ্চন আহমেদ জানান, গৃহবধূ আজমিনা হত্যাকাণ্ডে জৈতাপুর গ্রাম থেকে তিনজনকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের পরিকল্পনা, কার্যক্রম ও মোটিভ স্বীকার করেছেন। আটক তিনজনকে তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এ এইচ/বি এন-০৬