মাসুমের খুনিদের ফাঁসি দাবি

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ২৩, ২০২১
১১:০৮ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৩, ২০২১
১১:০৮ অপরাহ্ন



মাসুমের খুনিদের ফাঁসি দাবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাসুম আহমদের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় স্থানীয় পৌর পয়েন্টে জগন্নাথপুর পৌরসভার ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

কর্মসূচি চলাকালে বক্তব্য দেন, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, জগন্নাথপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আবাব মিয়া, কাউন্সিলর সুহেল আহমদ, নিহত মাসুমের স্বজন আলী আহমদ, লতিফ মিয়া, আব্দুল পরাণ প্রমুখ।

বক্তারা বলেন, নিহত মাসুম আহমদ এলাকায় শান্তিপ্রিয় হিসেবে পরিচিত ছিল। দুষ্কৃতিকারীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। দ্রুত এ হত্যাকাণ্ডে জড়িতদের আইনের আওতায় এনে খুনিদের ফাঁসির দাবি করেছেন বক্তারা।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, 'মাসুম হত্যাকাণ্ডের ঘটনায় ১৫ জনের নাম উল্লেখ করে থানায় মামলা হয়েছে। এর মধ্যেই আমরা তিনজনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছি। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।' 

প্রসঙ্গত, পৌরসভার ভবানীপুরের মৃত বাদশা মিয়ার ছেলে মাসুম আহমদের সঙ্গে প্রতিবেশী সুরুজ মিয়ার পক্ষের লোকজনের দীর্ঘদিন ধরে রাস্তা নিয়ে পূর্ববিরোধ চলছিল। এর জের ধরে গত ১৬ এপ্রিল প্রতিপক্ষের লোকজনের হামলায় মাসুম আহমদ নিহত হন। 

 

এএ/আরআর-০৩