জগন্নাথপুরে আগুনে পুড়ল ৫টি দোকান

জগন্নাথপুর প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২১
০৩:৩১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০৩:৩১ পূর্বাহ্ন



জগন্নাথপুরে আগুনে পুড়ল ৫টি দোকান

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার হাসপাতাল পয়েন্টে অগ্নিকাণ্ডে ৫টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (২৩ এপ্রিল) ভোর রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

হাসপাতাল পয়েন্ট এলাকার ব্যবসায়ীরা জানান, ভোর রাতে হঠাৎ করে আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয় লোকজন চিৎকার দিলে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পুড়ে যাওয়া দোকানগুলো হলো- তামিম ভেরাইটিজ স্টোর, তুহিন ভেরাইটিজ স্টোর, সালাম ভেরাইটিজ স্টোর, রতন হেয়ার ড্রেসার ও সাহাদাত আলীর ফলের দোকান। দোকান মালিকদের দাবি, আগুনে তাদের কমপক্ষে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর ফায়ার সার্ভিস কার্যালয়ের স্টেশন ইনচার্জ আলমগীর হোসেন বলেন, 'আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। ততক্ষণে ৫টি দোকান পুড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।'

 

এএ/আরআর-০৫