সুনামগঞ্জে কৃষকের ধান কাটলেন দুই মহিলা এমপি!

সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ২৪, ২০২১
০৫:০১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ২৪, ২০২১
০৫:০১ অপরাহ্ন



সুনামগঞ্জে কৃষকের ধান কাটলেন দুই মহিলা এমপি!

সুনামগঞ্জ শহরতলির নীলপুরে হাফিজুর রহমান নামের এক কৃষকের বোরো জমির পাকা ধান কেটে দিয়েছেন আওয়ামী লীগের দুই মহিলা সংসদ সদস্য। 

এসময় বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটি এবং সুনামগঞ্জ জেলা,উপজেলা কৃষক লীগের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। 

শনিবার (২৪ এপ্রিল) সকালে সুনামগঞ্জের দেখার হাওরে গিয়ে ধান কেটে দেন তারা। মাথায় ছাতা, গলায় গামছা পেছিয়ে  কৃষকের ক্ষেতে কাস্তে হাতে নামেন কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্তের নেতৃত্বে হাওরে ধান কাটেন নেতাকর্মীরা।  

এ সময় কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি ও সংসদ সদস্য অ্যাড.শামীমা শাহরিয়ার এমপিও ছিলেন। দুইজন নারী সংসদ সদস্যও ধান কাটায় অংশ নেন।

কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক সমাজের পাশে আছেন এবং তার নির্দেশে বাংলাদেশ কৃষক লীগের প্রতিটি নেতাকর্মী কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের নেতাকর্মীদেরও আমরা হাওরে এসে কৃষকের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছি।’

কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক ও গাইবান্ধা ২ আসনের মহিলা সংসদ সদস্য অ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপি বলেন, ‘হাওর অঞ্চল সহ সারাদেশে যেখানেই কৃষক ধান কাটা নিয়ে বিপদে পড়বে সেখানেই কৃষক লীগের নেতৃবৃন্ধ ধান কেটে কৃষকের গোলায় তুলে দেবেন। আমরা কৃষকের পাশে থাকতে চাই।’

সুনামগঞ্জ-সিলেট সংরক্ষিত সংসদ সদস্য অ্যাড শামীমা শাহরিয়ার বলেন, ‘আমি নেতৃবৃন্দকে নিয়ে এর আগে জামালগঞ্জ ও তাহিরপুরে ধান কেটেছি। আজ কেন্দ্রীয় নেতৃবৃন্দও আমাদের হাওরে এসে কৃষকের পাশে দাঁড়িয়েছেন। আমাদের কৃষিবান্ধব সরকার কৃষকের পাশে সবধরনের সহযোগিতা নিয়ে থাকবে। ’

ধানকাটার সময় উপস্থিত ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.হাবিবুর রহমান মোল্লা, দপ্তর সম্পাদক রেজাউল করিম রেজা, আইন বিষয়ক সম্পাদক অ্যাড.জহির উদ্দিন মিলন, সহ অর্থ সম্পাদক রেজাউল হক রাসেল, সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আহবায়ক আবদুল কাদের, সদস্য সচিব বিন্দু তালুকদার প্রমুখ।

এস এস/বি এন -০১