দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৮, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২৮, ২০২১
০৯:৪৩ অপরাহ্ন
“খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” এই স্লোগানকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২১ উপলক্ষে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলা ব্রাহ্মনগাঁও গুচ্ছ গ্রামে বসবাসরত হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী (চাল, ডাল, তৈল, লবণ, পেয়াজ, ছোলা, সাবান) ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (২৮ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ খাদ্যসামগ্রী বিতরণে করেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জেবুন নাহার শাম্মী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাওলানা আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগ নেতা মতিউর রহমান প্রমুখ।
এস টি/বি এন-০৭