সাচনা নিগমানন্দ সারস্বত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

জামালগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ৩০, ২০২১
০১:১১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ৩০, ২০২১
০১:১১ পূর্বাহ্ন



সাচনা নিগমানন্দ সারস্বত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন

সুনামগঞ্জের জামালগঞ্জে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ১০ লাখ টাকা অনুদানে সাচনা নিগমানন্দ সারস্বত মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকালে সাচনা মন্দির প্রাঙ্গণে এ ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মন্দিরের উন্নয়ন কাজ শুরু হয়।

ভিত্তিপ্রস্তর পূজার্চ্চনার পুরোহিত্য করেন রজত চক্রবর্ত্তী। ভিত্তিপ্রস্তর স্থাপন করতে প্রথম মাটি দিয়ে কাজের উদ্বোধন করেন সাচনা নিগমানন্দ সারস্বত সংঘের সভাপতি সত্যেন্দ্র কুমার দাস।

এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সারস্বত সংঘের সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও মন্দির সংস্কার কমিটির সদস্য অঞ্জন পুরকায়স্থ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সমরেন্দ্র আচার্য শম্ভু, সাচনা বাজার জগন্নাথ জিউর মন্দির পরিচালনা কমিটির অর্থ সম্পাদক নান্টু বনিক, সাচনা লবচন্দ্র মনোরমা আশ্রমের সাধারণ সম্পাদক কাজল পাল, নিগমানন্দ মন্দিরের সেবায়েত দীপালী দাস, বীরেন্দ্র দাস, সুজিত কুমার চক্রবর্ত্তী, সোনালী রায়, উজ্জ্বল পাল, উজ্জ্বল রায় প্রমুখ।

 

বিআর/আরআর-০৯