দক্ষিণ সুনামগঞ্জে পলাতক আসামি গ্রেপ্তার

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি


মে ০৫, ২০২১
০২:২০ পূর্বাহ্ন


আপডেট : মে ০৫, ২০২১
০২:২০ পূর্বাহ্ন



দক্ষিণ সুনামগঞ্জে পলাতক আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জে মাহমদ আলী (৬০) নামের এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাহমদ আলী উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিদুখাই গ্রামের মৃত রইদ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুনামগঞ্জ থানার এসআই দেবাশীষ সূত্রধর সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিদুখাই গ্রামে অভিযান চালিয়ে নিয়মিত মামলার পলাতক আসামি মাহমদ আলীকে গ্রেপ্তার করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ সূত্রধর জানান, মাহমদ আলীকে গ্রেপ্তার করে আদালতে চালান দেওয়া হয়েছে। ইতোপূর্বে তার বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় পেনাল কোড আইনে মামলা রুজু করা হয়েছে।

 

এসটি/আরআর-০১