তাহিরপুর প্রতিনিধি
মে ০৬, ২০২১
০৮:২৭ অপরাহ্ন
আপডেট : মে ০৬, ২০২১
০৮:২৭ অপরাহ্ন
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রউফ (৪৫) নামে এক গ্রাম পুলিশ সদস্য খুন হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ মে) ভোররাতে বড়দল উত্তর ইউনিয়নের বোরখাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গ্রাম পুলিশ সদস্যের নাম আব্দুর রউফ। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বোরখাড়া গ্রামের বাসিন্দা। তিনি বড়দল উত্তর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে কর্মরত ছিলেন।
নিহতের সহকর্মী ইউসুফ আলী জানান, ঘটনার রাতে নিহত আব্দুর রউফ সেহরি খাওয়া শেষ করে নির্মাণাধীন কাচা ঘরের বারান্দায় ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। দুর্বৃত্তদের চিনে ফেলায় তাকে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও বলা যাচ্ছে না কি কারণে তিনি খুন হলেন। প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।
এএইচ/আরসি-০৫