পুলিশে চাকরি করা হলো না সোমার

জগন্নাথপুর প্রতিনিধি


মে ০৮, ২০২১
০৫:৩৪ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
০৫:৩৪ পূর্বাহ্ন



পুলিশে চাকরি করা হলো না সোমার

কলেজছাত্রী সোমা রানীর স্বপ্ন ছিল লেখাপড়া করে পুলিশের চাকরিতে যোগদান করার। কিন্তু 'আত্মহত্যা' করায় সে স্বপ্ন পূরণ হলো না সোমার। সুনামগঞ্জের জগন্নাথপুরে এ ঘটনাটি ঘটেছে। শুক্রবার (৭ মে) পুলিশ ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের হাড়গ্রামের নরেশ দাসের কলেজ পড়ুয়া মেয়ে সোমা দাস (১৮) পরিবারের লোকজনের অগোচরে শুক্রবার সকালে ঘরের একটি কক্ষের তীরের সঙ্গে ঝুলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। সকাল ৯টার দিকে পাশের ঘরের এক নারী জানালা দিয়ে মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার দিলে লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। বিষয়টি জগন্নাথপুর থানার পুলিশকে অবহিত করা হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা।

সোমার বাবা নরেশ দাস বলেন, মেয়েটি লেখাপড়ায় খুবই ভালো ছিল। তার স্বপ্ন ছিল পুলিশে চাকরি করার। সে লক্ষ্যে পড়াশোনা করছিল সে। মাঝে-মধ্যে আমার মেয়ের মাথায় কিছুটা সমস্যা হতো। শুক্রবার সকালে কাজের সন্ধানে বাড়ি থেকে বের হই। পরে শুনতে পাই আমার মেয়ে আত্মহত্যা করেছে।

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামিম আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। মেয়েটি ইনাতগঞ্জ কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি।

 

এএ/আরআর-০৬