ধর্মপাশায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

ধর্মপাশা প্রতিনিধি


মে ০৮, ২০২১
০৫:৩৬ পূর্বাহ্ন


আপডেট : মে ০৮, ২০২১
০৫:৩৬ পূর্বাহ্ন



ধর্মপাশায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের থানা উন্নয়ন কেন্দ্র এলাকায় নিজ বসতঘরের সামনে থাকা আম গাছের ডালের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আলমগীর হোসেন (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ গতকাল বৃহস্পতিবার (৬ মে) রাত সাড়ে ১০টার দিকে উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী বলেন, আলমগীর হোসেন নামের ওই যুবক বেশ কিছুদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তিনি অনিয়ন্ত্রিত জীবনযাপন করতেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে আম গাছের সঙ্গে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবরটি জানানো হয়। খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১০টার দিকে লাশ উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, এই মৃত্যু নিয়ে পরিবারের সদস্যদের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ গ্রহণের আবেদন করায় ওই যু্বকের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

 

এসএ/আরআর-০৭