মেয়েসহ ফিলিস্তিনের পতাকা উড়ালেন আফ্রিদি

সিলেট মিরর ডেস্ক


মে ২১, ২০২১
০৪:৩৭ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২১
০৪:৩৮ পূর্বাহ্ন



মেয়েসহ ফিলিস্তিনের পতাকা উড়ালেন আফ্রিদি

 

ফিলিস্তিনে হামলা চালিয়েই যাচ্ছে দখলদার ইসারাইল। হত্যাযজ্ঞের তালিকা প্রতিদিনই দীর্ঘ হচ্ছে। নারী-শিশু ও সাধারণ ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরায়েলি বাহিনীর এমন নৃশংসতা নাড়া দিয়েছে বিশ্ব বিবেককে। প্রতিবাদে মুখর সবাই। ক্রীড়াবিদেরাও এর বাইরে নন। তারাও নিজ নিজ অবস্থান থেকে ফিলিস্তিনের মুক্তিকামী মানুষের প্রতি জানাচ্ছেন সংহতি। দাবি তুলছেন অবিলম্বে ইসরাইলি বাহিনীর অত্যাচার বন্ধ করার। টানা এগারোতম দিনের মতো চলছে ফিলিস্তিনের নিরপরাধ মানুষের ওপর এই বর্বরতা। 

বুধবার পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিনের ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬৪ জনই শিশু। এ ছাড়া দেড় হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। ইসরাইলি আগ্রাসন থামাতে বিশ্ব ক্রীড়াঙ্গনের বহু সাবেক ও বর্তমান তারকা যার যার অবস্থান থেকে প্রতিবাদ জানাচ্ছেন।

এই যেমন পাকিস্তানের কিংবদন্তি পেসার ও সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম বলেছেন, ‘এটি কোনো খেলা নয়, যুদ্ধ। আর দিনশেষে এত মৃত্যু ও দুর্দশা যেখানে, সেখানে কেউ জয়ী হতে পারে না। সবাই হেরে গেছে এরই মধ্যে। ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান। মানবতার পক্ষে আওয়াজ তুলুন।’ 

স্বদেশী জ্যেষ্ঠ তারকার মতোই গাজায় ইসরাইলের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদমুখর হয়েছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ও অধিনায়ক শহীদ আফ্রিদি। নির্যাতিত ফিলিস্তিনিদের সমর্থনে নিজের মেয়েকে সঙ্গে নিয়ে ফিলিস্তিনের পতাকা উড়িয়েছেন তিনি। ছবিটি নিজের টুইটারে আপলোড করেছেন বুমবুম তারকা। ক্যাপশনে লিখেছেন- ‘ফিলিস্তিনের শিশুরা, তোমাদের জন্য এই বার্তা। আমরা তোমাদের থেকে অনেক দূরে আছি। কিন্তু আমাদের হৃদস্পন্দন তোমাদের সঙ্গেই চলছে। বর্তমানের উদ্বেগপূর্ণ সময় পেরিয়ে শিগগিরই শান্তিতে ফিরবে ফিলিস্তিন। আমাদের বাবা ও তাদের বাবারও হৃদস্পন্দন ছিল তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে। কষ্ট, ভয়, উদ্বেগ- এসব সাময়িক। দুঃখের এই সময়টা চিরস্থায়ী নয়।’

এএন/০২