ক্রীড়া প্রতিবেদক
মে ২৫, ২০২১
০১:২৬ অপরাহ্ন
আপডেট : মে ২৫, ২০২১
০১:৩৩ অপরাহ্ন
বঙ্গবন্ধু বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ দফায় দফায় বৃষ্টি হানা দিয়েছে। ৩৮তম ওভার শেষে ফের বৃষ্টিতে বন্ধ হয়েছে খেলা। জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে খেলা বন্ধের আগে ৯ উইকেটে ১২৬ রান তুলে হারটা স্রেফ সময়ের ব্যাপারে পরিণত করেছে শ্রীলঙ্কা। অপরদিকে সিরিজ জয় নিশ্চিত করতে স্বাগতিকদের অপেক্ষা শেষ উইকেটটি তুলে নেওয়ার। সিরিজ জয়ের পথে রয়েছে টাইগাররা। একটি উইকেট তুলে নিলেই প্রথমবারের মতো শ্রীঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতবে বাংলাদেশ।
ঢাকার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে মুশফিকুর রহিমের সেঞ্চুরিতে (১২৫) নির্ধারিত ওভারে ২৪৭ রান করে স্বাগতিকরা।
এএন/০৭