অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে টপকে শীর্ষে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক


মে ২৫, ২০২১
০৬:১৬ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২১
০৬:১৬ অপরাহ্ন



অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে টপকে শীর্ষে বাংলাদেশ


শ্রীলঙ্কার বিপক্ষে অনেক সুখস্মৃতি থাকলেও তাদের বিপক্ষে এর আগে কখনোই ওয়ানডে সিরিজ জিততে পারেনি টাইগাররা। দীর্ঘদিনের সেই আক্ষেপ অবশেষে ঘুচে গেল। লঙ্কানদের বিপক্ষে নতুন ইতিহাস গড়লেন তামিম-মুশফিকরা। সেই সঙ্গে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে বাংলাদেশ গড়ল এক নতুন ইতিহাস।

গতকালকের এই জয়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। আট ম্যাচে খেলে ৫০ পয়েন্ট পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলাদেশ। ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ৪০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ৩০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। ভারত ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। জিম্বাবুয়ে নবম এবং আয়ারল্যান্ড দশম স্থানে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ১১তম স্থানে। এই সুপার লিগের শীর্ষ সাতটি দল ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। আয়োজক দেশ হওয়ায় ভারত সরাসরি খেলবে। দশ দেশের বাছাই পর্ব টপকে খেলবে বাকি দুইটি দল। যেখানে খেলবে সুপার লিগের নিচের ৫টি দেশ।

এএন/০১