টেস্ট কমিয়ে টি-টোয়েন্টি ম্যাচ বাড়াচ্ছে বিসিবি

খেলা ডেস্ক


মে ২৫, ২০২১
০৭:০৪ অপরাহ্ন


আপডেট : মে ২৫, ২০২১
০৭:০৪ অপরাহ্ন



টেস্ট কমিয়ে টি-টোয়েন্টি ম্যাচ বাড়াচ্ছে বিসিবি


আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে টেস্ট কমিয়ে টি-টোয়েন্টি ম্যাচ বাড়চ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। যার ধারাবাহিকতায় আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশ দলের জিম্বাবুয়ে সফর থেকে একটি টেস্ট ম্যাচ কমিয়ে একটি টি-টোয়েন্টি ম্যাচ বাড়ানো হয়েছে। 

আগস্টে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও যোগ হয়েছে বাড়তি দুটি টি-টোয়েন্টি ম্যাচ। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বিষয়টি নিশ্চিত করেন।

আইসিসির ভবিষ্যৎ সফর পরিকল্পনা অনুযায়ী জিম্বাবুয়ে সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশ দলের। কিন্তু ঢাকা প্রিমিয়ার লিগের কারণে টেস্ট কমাতে হচ্ছে বিসিবিকে।

৩১ মে প্রিমিয়ার লিগ শুরু হয়ে ২৪ জুন শেষ হওয়ার কথা। কয়েক দিন বিশ্রামের পর আগামী ২৯ জুন জিম্বাবুয়ে যাবে বাংলাদেশ দল। খসড়া সূচি অনুযায়ী কোয়ারেন্টিন ও প্রস্তুতি ম্যাচ শেষে ৭ জুলাই সফরের প্রথম ও একমাত্র টেস্টটি শুরু হবে বুলাওয়েতে। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে তিনটি টি–টোয়েন্টি ম্যাচ খেলবে দুই দল। 

জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সিরিজটি হওয়ার কথা ছিল তিন ম্যাচের।

তবে দুই বোর্ডের আলোচনায় ম্যাচ বেড়েছে দুটি। আগস্টে বাংলাদেশে এসে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া দল। 

এ ছাড়া ম্যাচ বাড়তে পারে সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজেও। বাংলাদেশে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসার কথা কেন উইলিয়ামসনদের। বিসিবি নিশ্চিত না করলেও জানা গেছে, নিউজিল্যান্ড সিরিজটিও হতে পারে পাঁচ ম্যাচের।

এএন/০৩