হেরেও সিরিজ টাইগারদের, পয়েন্ট পেল শ্রীলঙ্কা

খেলা ডেস্ক


মে ২৮, ২০২১
০১:৩৪ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২১
০১:৩৪ অপরাহ্ন



হেরেও সিরিজ টাইগারদের, পয়েন্ট পেল শ্রীলঙ্কা


আগের দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে করে ফেলেছিল স্বাগতিক বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে তামিম, সাকিব, নাঈম, আফিফরা দায়িত্বশীল ব্যাটিং করতে পারলে লঙ্কানদের হোয়াইটওয়াশ করা যেত। শেষমেশ সান্ত্বনার জয় পেল লঙ্কানরা। এই জয়ে প্রথমবারের মতো আইসিসি সুপার লিগে ১০ পয়েন্ট পেল সফরকারীরা। মাইনাস ২ পয়েন্ট থাকায় তাদের পয়েন্ট এখন ৮।

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে শুক্রবার (২৮ মে) টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল পেরেরা। বিরূপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের ১০ মিনিট পর টস হয়।

বাংলাদেশের এই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামে। লিটন দাসের পরিবর্তে একাদশে জায়গা পান নাইম শেখ। ইনজুরির কারণে এ ম্যাচে ছিলেন না মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে একাদশে ছিলেন তাসকিন আহমেদ।

অন্যদিকে চার পরিবর্তন নিয়ে নামে শ্রীলঙ্কা। উইকেটরক্ষক হিসেবে ফেরেন নিরোশান ডিকওয়েলা। এছাড়া তিনজন ক্রিকেটারের অভিষেক হয় এ ম্যাচে। রমেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে এবং বিনুরা ফারনান্দোর অভিষেক হয় এই ম্যাচে।

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন লঙ্কানরা। 

সংক্ষিপ্ত স্কোর :: শ্রীলঙ্কা : ৫০ ওভারে ২৮৬/৬ (গুনাথিলাকা ৩৯, কুসল পেরেরা ১২০, নিসানকা ০, কুসল মেন্ডিস ২২, ধনাঞ্জয়া ৫৫*, ডিকভেলা ৭, হাসারাঙ্গা ৬, রমেশ ৮*; শরিফুল ৮-০-৫৬-১, মিরাজ ১০-০-৪৮-০, মোসাদ্দেক ৩-০-৩২-০ তাসকিন ৯-০-৪৬-৪, মুস্তাফিজ ১০-০-৪৭-০, সাকিব ১০-০-৪৮-০)।

বাংলাদেশ : ৪২.৩ ওভারে ১৮৯ (তামিম ১৭, নাঈম ১, সাকিব ৪, মুশফিক ২৮, মোসাদ্দেক ৫১, মাহমুদউল্লাহ ৫৩, আফিফ ১৬, মিরাজ ০, তাসকিন ০, শরিফুল ৮, মুস্তাফিজ ০*; ধনাঞ্জয়া ৪-০-১৪-০, চামিরা ৯-১-১৬-৫, বিনুরা ৬.৩-০-৩৩-১, চামিকা ৬-০-৩৪-০, হাসারাঙ্গা ১০-০-৪৭-২, রমেশ ৭-০-৪০-২)।

এএন/০৬