উইকেট লাভের হাফ সেঞ্চুরি তাসকিনের

খেলা ডেস্ক


মে ২৮, ২০২১
০৬:৪৭ অপরাহ্ন


আপডেট : মে ২৮, ২০২১
০৬:৪৭ অপরাহ্ন



উইকেট লাভের হাফ সেঞ্চুরি তাসকিনের


সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতেই ক্যারিয়ারের ৫০ উইকেট শিকার হয়ে যায় অফস্পিনার মেহেদি হাসান মিরাজের। বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫০ উইকেটের মাইলফলক পেরিয়ে গেছেন ডানহাতি পেসার তাসকিন আহমেদও। বাংলাদেশের পক্ষে তিনি তৃতীয় দ্রুততম ৫০ উইকেটের মালিক হয়েছেন। ৫০ পূর্ণ করতে এদিন মাত্র ২ উইকেট প্রয়োজন ছিল তার। ম্যাচে দুর্দান্ত বোলিং করা তাসকিন ৪৬ রানে ৪ উইকেট নিয়েছেন।

২০১৪ সালের ১৭ জুন ওয়ানডে অভিষেকেই বিধ্বংসী রূপে আবির্ভাব ঘটে তাসকিনের। শক্তিশালী ভারতের বিপক্ষে মিরপুরে হওয়া ম্যাচটিতে ২৮ রানে ৫ উইকেট শিকার করেন তিনি। 

দেশের অষ্টম পেসার হিসেবে এই কৃতিত্ব দেখিয়েছেন তাসকিন। এজন্য ৩৯তম ম্যাচে ৩৮ ইনিংস লেগেছে তার। বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ৩২ ম্যাচে ৩২ ইনিংস বোলিং করে ২০০৬ সালের ১৭ ডিসেম্বর মিরপুরেই স্কটল্যান্ডের বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়ে ৫২ উইকেটে পৌঁছেন। এক্ষেত্রে তার চেয়েও ওপরে বাঁহাতি পেসার মুস্তাফিজ। তিনি ২০১৮ সালের ২৭ জানুয়ারি ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ২৯ রানে ২ উইকেট নিয়ে ৫১ উইকেটে পৌঁছেন। সেটি ছিল তার ক্যারিয়ারের ২৭তম ম্যাচে ২৬তম ইনিংস। তাসকিনের অবশ্য সময়টা অনেক লেগেছে মাঝে সাড়ে ৩ বছর দলে না থাকায়। ৩১ ইনিংসেই ৪৫ উইকেট হয়ে গিয়েছিল তার মাত্র ৩ বছর ৪ মাসে। বাকি ৫ উইকেট শিকার করতে তার লাগলো ৩ বছর ৭ মাস। ক্যারিয়ারে তৃতীয়বার ম্যাচে ৪ উইকেট শিকার করলেন এই পেসার। ৪৬ রানে ৪ উইকেট নিয়ে এখন তাসকিনের ৩৯ ম্যাচে উইকেট সংখ্যা ৫২।

এএন/০৪