খেলা ডেস্ক
মে ৩০, ২০২১
১২:৪৮ অপরাহ্ন
আপডেট : মে ৩০, ২০২১
১২:৪৮ অপরাহ্ন
আইপিএল এর বাকি ম্যাচ হতে চলেছে সংযুক্ত আরব আমিরাতে। শনিবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়ে। পরে সংবাদ মাধ্যমকে এ খবর জানিয়েছেন বোর্ডের সহসভাপতি রাজীব শুক্ল।
তিনি জানান, সেপ্টেম্বর-অক্টোবরেই হবে এই প্রতিযোগিতা। প্রতিটি সদস্যই আমিরাতে আইপিএল এর বাকি ম্যাচগুলো করার পক্ষে রায় দিয়েছেন। তবে শনিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে কোনও আলোচনা হয়নি।
বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ আলোচনা করতে আইসিসির কাছে অতিরিক্ত সময় চাওয়া হয়েছে। সঠিক সময়েই এই প্রতিযোগিতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে করোনার থাবায় গত ৪ মে বন্ধ করে দিতে হয়েছিল আইপিএল। বাকি ৩১টি ম্যাচ যে ভারতের করার যে সম্ভাবনা নেই, তা আগেই জানিয়েছিলেন সভাপতি সৌরভ গাঙ্গুলী। বাকি ৩১টি ম্যাচ ইংল্যান্ড হবে না আমিরাতে, তা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে শনিবার জল্পনার অবসান হলো।
তবে বোর্ড জানিয়েছে, করোনার জন্য নয়, ভারতের আইপিএল না করার কারণ বৃষ্টির মৌসুম। সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ ভারতের প্রতিটা অংশেই বৃষ্টিপাত হয়ে থাকে। এ সময় আইপিএল আয়োজন করলেও তা যদি ভেস্তে যায়, তাহলে বোর্ডের পুরো উদ্দেশ্যই নষ্ট হবে। তাই এই প্রতিযোগিতা আমিরাতে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এএন/০৭