বিশ্বকাপ ভারতেই আয়োজন করতে চায় বোর্ড

খেলা ডেস্ক


জুন ০১, ২০২১
০১:০৫ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
০৪:২২ অপরাহ্ন



বিশ্বকাপ ভারতেই আয়োজন করতে চায় বোর্ড


ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) আগামী সেপ্টেম্বর-অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের বাকি ম্যাচ আয়োজন করবে। কিন্তু অক্টোবর-নভেম্বরজুড়ে আরেকটি টুর্নামেন্টেরও আয়োজক তারা। পাঁচ বছর পর হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ভাগ্যও ঝুলে গেছে করোনাভাইরাসে।

আইপিএল ভিনদেশে শেষ করতে রাজি হলেও বিশ্বকাপের ক্ষেত্রে এখনো ভারত আশা করছে, করোনা সংক্রমণের সঙ্গে লড়েই দেশে আয়োজন করা সম্ভব। 

আট দলের আইপিএলের খেলোয়াড়, স্টাফদের জৈব সুরক্ষাবলয়ে রেখে নিরাপদে আইপিএল শেষ করা যায়নি। কিন্তু ১৬ দলের বিশ্বকাপের ক্ষেত্রে সে আশা করছে বিসিসিআই। বোর্ডের সহসভাপতি রাজীব শুক্লা এখনো ভারতেই বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন দেখছেন।

রাজীব শুক্লা খালিজ টাইমসকে বলেছেন, ভারতেই বিশ্বকাপ আয়োজন করতে চাইছেন তাঁরা। অন্তত আরও এক মাস তাঁরা পরিস্থিতি বুঝবেন, এরপরই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের প্রথম পছন্দ ভারত। এ কারণে আইসিসির কাছ থেকে আরেকটু সময় চেয়ে নিচ্ছি, এক মাসের মতো, যাতে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া যায়। জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যে যদি ভারতের অবস্থা ভালো না হয়, তখন অবশ্যই টি-টোয়েন্টি বিশ্বকাপ সংযুক্ত আরব আমিরাতে নেওয়া হবে। যদি ভারতে পরিস্থিতির উন্নতি হয় এবং আমরা যদি পারি, তাহলে ভারতেই বিশ্বকাপ আয়োজন করব।’

এএন/০৯