সূচি পরিবর্তনে বিকেএসপির ম্যাচ হবে মিরপুরে

খেলা ডেস্ক


জুন ০১, ২০২১
০৬:৪২ অপরাহ্ন


আপডেট : জুন ০১, ২০২১
০৬:৪২ অপরাহ্ন



সূচি পরিবর্তনে বিকেএসপির ম্যাচ হবে মিরপুরে
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট


ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) পুর্বঘোষিত সূচি পরিবর্তন করেছে। বিকেএসপির ম্যাচগুলো সরিয়ে নেওয়া হয়েছে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সিসিডিএম জানিয়েছে, স্থগিত হওয়া বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচগুলো আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার মিরপুরে হবে। বদলে গেছে তৃতীয় রাউন্ডের সূচিও। ৩ জুনের পরিবর্তে ৪ ও ৫ জুন মিরপুরে হবে রাউন্ডের ৬টি ম্যাচ।

সূচি পরিবর্তন করা নিয়ে সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ বলেছেন, ‘ক্লাবগুলো ও বিসিবির সঙ্গে কথা বলে বিকেএসপির ১ ও ৩ জুনের ম্যাচগুলো শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে নেওয়া হয়েছে। চার দিন (২-৫ জুন) প্রতিদিন মিরপুরে তিনটি ম্যাচ হবে।’

প্রথম ম্যাচ শুরু হবে সকাল ৯টায়, দ্বিতীয় ম্যাচ বেলা দেড়টা ও শেষ ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। পরিবর্তিত সূচিতে আজ বুধবার প্রথম ম্যাচে প্রাইম দোলেশ্বর ও খেলাঘর, দ্বিতীয় ম্যাচে শেখ জামাল ও গাজী গ্রুপ এবং তৃতীয় ম্যাচে খেলবে প্রাইম ব্যাংক ও শাইনপুকুর।

গতকাল মঙ্গলবার হয়নি প্রিমিয়ার ক্রিকেট লিগের কোনো ম্যাচ। ছয় দল ম্যাচ খেলতে মাঠে গিয়েছিল। কিন্তু প্রবল বৃষ্টিতে মাঠ খেলার অনুপযুক্ত থাকায় হয়নি একটি ম্যাচও।

এএন/০৩