সিলেট মিরর ডেস্ক
                        জুন ০২, ২০২১
                        
                        ০৮:০৬ অপরাহ্ন
                        	
                        আপডেট : জুন ০২, ২০২১
                        
                        ০৮:০৬ অপরাহ্ন
                             	
 
                        
             
    চীনে প্রথমবারের মতো কোনো মানুষের শরীরে বার্ড ফ্লুর বিরল একটি স্ট্রেইন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। বিবিসি জানিয়েছে, এইচ১০এন৩ স্ট্রেইনটি খুব সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ৪১ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে গত সপ্তাহে রোগটি ধরা পড়ে। তিনি সেরে উঠেছেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার অপেক্ষায় রয়েছেন।
বেইজিংয়ের ন্যাশনাল হেলথ কমিশন মঙ্গলবার বিবৃতিতে জানায়, ২৮ এপ্রিল ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। এক মাস পরে তার শরীরে এইচ১০এন৩ ভ্যারিয়েন্ট ধরা পড়ে।
‘পৃথিবীতে এই ভ্যারিয়েন্টে আগে কেউ কখনো আক্রান্ত হয়নি। পোলট্রি থেকে এটি ছড়িয়ে থাকে। তবে বৃহৎ পরিসরে সংক্রমণ সম্ভব নয়।’
বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন মুখপাত্র রয়টার্সকে বলেছেন, মানুষ থেকে মানুষে সংক্রমণের কোনো উদাহরণ পাওয়া যায়নি।
বার্ড ফ্লুর ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা দেয় ২০১৬-১৭ সালে। তখন এইচ৭এন৯ স্ট্রেইনে প্রায় ৩০০ মানুষ মারা যায়।
বি এন-০৮