খেলা ডেস্ক
জুন ০২, ২০২১
১২:০৯ অপরাহ্ন
আপডেট : জুন ০২, ২০২১
১২:০৯ অপরাহ্ন
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের ব্যাটে মাঝারি পুঁজি পেয়েছিল শেখ জামাল ধানমন্ডি। মুমিনুল হক ও ম্যাচ সেরা মাহমুদউল্লাহ রিয়াদের দুই ফিফটিতে সেই রান টপকে জিতেছে গাজী গ্রুপ ক্রিকেটার্স।
বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টিতে বুধবার দ্বিতীয় ম্যাচে শেখ জামালকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। মুমিনুল-মাহমুদউল্লাহর ব্যাটে হার আশরাফুলের।
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব: ২০ ওভারে ১৫১/৭ (সৈকত ৩৩, আশরাফুল ৪১, নাসির ২০, সোহান ১১, তানবীর ৪, জিয়া ২১, সোহরাওয়ার্দী ১১*, এনামুল ০, সানি ০*; মুকিদুল ৪-০-৩৬-২, নাহিদ ৩-০-২৪-০, মেহেদি ২-০-১৭-০, নাসুম ৪-০-২০-১, সৌম্য ২-০-১৪-১, আরিফুল ২-০-১৬-১, মাহমুদউল্লাহ ৩-০-২৩-২)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ১৮.৫ ওভারে ১৫৬/৩ (শাহাদাত ১৩, সৌম্য ১৩, মুমিনুল ৫৪, মাহমুদউল্লাহ ৬২*, জাকির ১০*; ইবাদত ৩-০-৩০-০, নাসির ৩-১-১৩-০, এনামুল ৩-০-২১-২, সোহরাওয়ার্দী ২-০-১৬-০, সাকিল ৩-০-২৯-১, সানি ২.৫-০-২২-০, জিয়া ১-০-১১-০, তানবীর ১-০-১৩-০)
এএন/০৮