সিলেট মিরর ডেস্ক
জুন ০৩, ২০২১
০৫:৪৬ অপরাহ্ন
আপডেট : জুন ০৩, ২০২১
০৫:৫৭ অপরাহ্ন
ভারতে করোনাভাইরাস (কভিড-১৯) মহামারীর দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা এখনো অব্যাহত রয়েছে। মৃত্যু কিছুটা কমলেও বেড়েছে সংক্রমণ।
গত ২৪ ঘণ্টায় দেশটি করোনায় মৃত্যু হয়েছে ২ হাজার ৮৮৭ জনের। একই সময়ে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৩৪ হাজার ১৫৪ জন।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৃহস্পতিবারের দেওয়া হিসাব অনুযায়ী, এ নিয়ে দেশটিতে মোট সংক্রমণ দাঁড়িয়েছে ২ কোটি ৮৪ লাখ ৪১ হাজার ৯৮৬ জনে। এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩৭ হাজার ৯৮৯ জন।
সংক্রমণ ১ লাখ ২৭ হাজারে নেমে যাওয়ার পর বুধ ও বৃহস্পতিবার একটু বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা। আর বুধবার দৈনিক মৃত্যু তিন হাজারের বেশি থাকলেও বৃহস্পতিবার তা ফের তিন হাজারের নিচে নেমেছে।
এদিকে ওয়ার্ল্ডো মিটারের বৃহস্পতিবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১০ হাজার ৯৫২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩৭ লাখ ৬ হাজার ৫৬১ জনে দাঁড়িয়েছে।
গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে আরও ৪ লাখ ৮৯ হাজার ৮৯০ জনের। এ নিয়ে মোট সংক্রমণ প্রায় ১৭ কোটি ২৪ লাখ সাড়ে ২৪ হাজারে দাঁড়িয়েছে।
বি এন-০১